আওমোরিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প

উত্তর-পূর্ব জাপানে সোমবার বিকেল ৩টা ১ মিনিটে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে কারো হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিলো আওমোরি প্রিফেকচারের হাচিনোহে’র ১৩২ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে। উৎপত্তি স্থলের গভীরতা ছিলো মাটির ৮০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ধাক্কায় আওমোরি ছাড়াও হোক্কাইদো, ইওয়াতে, মিয়াগি, আকিতা, ইয়ামাগাতা সহ উত্তর-পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে।