চীনের উত্থান জাপানের কাছে অসহ্য লাগছেঃ চীন

জাপানের জনগন চীনের উত্থানকে মেনে নিতে পারছেন না আর আসলে সেটিই হচ্ছে দু’দের মধ্যেকার সম্পর্কোন্নয়নের পথে মূল বাধা -চীনা পররাষ্ট্র মন্ত্রী ও টোকিওতে চীনের সাবেক রাষ্ট্রদূত শনিবার এ কথা বলেন।

সাইনো-জাপান সম্পর্কের ক্ষেত্রে বাধা হিসেবে চীন যা দেখতে পাচ্ছে তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঔপনিবেশিকতার প্রায়শ্চিত্ত করতে ব্যর্থতা।

জাপান ও চীন দক্ষিণ চীন সাগরের একটি দ্বীপপুঞ্জের দখল নিয়ে সাম্প্রতিক দিন গুলোতে তিক্ত সম্পর্ক অতিবাহিত করছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইই একটি শিক্ষা ফোরামে বক্তব্য প্রদানকালে বলেন চীন চায় জাপানের সাথে একটি শান্তিপূর্ণ ও পারস্পরিক সুবিধাজনক সম্পর্ক।

“কিন্তু প্রশ্ন ওঠে একটি বিষয়েই- জাপান কি তার বৃহত্তম প্রতিবেশী চীনের উন্নয়ন এবং উত্থানকে মেনে নিতে ও স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে?” ওয়াং বলেন।

“চীনের উন্নয়ন ইতিমধ্যেই জাপানকে অনেক সুবিধা দিয়েছে। কিন্তু পারস্পরিক ভাবে আমার মনে হয় না জাপানের পক্ষ থেকে তারা সম্পূর্ণ ভাবে প্রস্তুত রয়েছে। আমার মনে হয় এটাই চীন ও জাপানের মধ্যেকার অনেক ইস্যুর মূল কারণ” তিনি বলেন।

ওয়াং বলেন, এক ভালো জাপানি বন্ধু তাকে বলেছিলেন চীন এখন জাপানের অবস্থানে চলে গেছে যেই স্থানটি ঐতিহাসিক ভাবে জাপানের ছিলো “সুতারাং আমাদের জাপানিদেরকে এই বিষয়টি পুরোপুরি মেনে নিতে হবে”।

গত বছর জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে চীনা প্রেসিডেন্ট জি জিনপিং’য়ের সাথে বৈঠকের পর দীর্ঘদিন পরে দু’দেশের মধ্যে বরফ গলতে শুরু করে।

তবে এ বছর চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০ বছর পূর্তী উপলক্ষ্যে এক সামরিক কুচকাওয়াজের আয়োজন করছে যা দু’দেশের মধ্যেকার উত্তেজনাকে পুনরায় নাড়া দিতে পারে।