Archive for June 5th, 2015

প্রবীণদের টোকিও থেকে সরিয়ে নিতে উৎসাহ করার পরিকল্পনা

জাপানের একটি বেসরকারি থিঙ্কট্যাঙ্ক টোকিও মেট্রোপলিটান এলাকা থেকে প্রবীণ জনগনকে সরিয়ে নেয়ায় উৎসাহিত করতে বৃহস্পতিবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। রাজধানী টোকিও’তে প্রবীণদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা সীমিত মেডিকেল ও নার্সিং সেবা খাতকে ক্রমাবনতির দিকে ঠেলে দিচ্ছে। জাপান সরকার রাজধানী টোকিও, চিবা, কানাগাওয়া, সাইতামা’র মতো স্থান গুলোতে প্রচুর প্রবীণ জনসাধারণ বসবাস করার চেয়ে তাদেরকে গ্রামাঞ্চলে সরিয়ে নেয়াকে উৎসাহিত করার পরিকল্পনার মাঝেই জাপান পলিসি কাউন্সিল তাদের এই সুপারিশ করলো। “সম্ভাব্য ভূমিকম্প জনবহুল এই অঞ্চলে বড় ধরণের ঝুঁকি বহন করছে, সেই সাথে প্রবীণরাও ঝুঁকির সৃষ্টি করছেন” সাবেক আভ্যন্তরিন এবং যোগাযোগ মন্ত্রী হিরোইয়া মাসুদা বলেন। মাসুদা এই থিঙ্ক ট্যাঙ্কের প্রধান।