Archive for June 10th, 2015

সূর্যের মালিকানা দাবি, মামলা

জ্বলন্ত নক্ষত্র সূর্যে পৌঁছানোর কথা এখনো পর্যন্ত কেউ কল্পনাও করতে পারেনি। অথচ সেই সূর্যের একাংশের মালিকানা দাবি করেই সূর্যে প্লট বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন স্প্যানিশ নারী মারিয়া ডুরান। তবে ই-কমার্স জায়ান্ট ই-বে বিজ্ঞাপনটি তাদের ওয়েবসাইট থেকে প্রত্যাহার করলে বেঁকে বসেন ঐ নারী। রীতিমতো মামলা ঠুকে ক্ষতিপূরণ দাবি করেন। দেশটির গ্যালিসিয়ার বাসিন্দা ডুরান সূর্যে জমির মালিকানার বৈধতা দাবিতে দেশের এক নোটারি অফিসে সূর্যের একাংশ নিজের নামে লিখে নিয়েছিলেন। এরপরই তিনি ইন্টারনেটভিত্তিক বিপণন প্রতিষ্ঠান ই-বে তে বিজ্ঞাপন দেন সূর্যে জমি বিক্রির। দুই বছর বিজ্ঞাপনটি ওয়েবসাইটে ছিলো। এই দুই বছরে প্রতি বর্গমিটার দুই ইউরো মূলে মোট ১২০০ ইউরো আয় করেন তিনি। তবে ই-বে বিজ্ঞাপনটি সরিয়ে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এরপর ১০ হাজার ইউরো ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন মারিয়া।