Archive for June 12th, 2015

কৈ ভয়ংকর মাছ!

কৈ মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাওয়া কঠিন। কিন্তু অস্ট্রেলিয়াতে একেবারেই অপরিচিত কৈ মাছ। সমপ্রতি অস্ট্রেলিয়ায় কৈ মাছ চাষের প্রকল্প হাতে নেয়া হলে সেখানকার বিশেষজ্ঞরা কৈ চাষের বিরোধিতা করেছেন। তাদের মতে, কৈ মাছ খুবই ভয়ঙ্কর একটি মাছ। কৈ মাছের কারণে বিপন্ন হতে পারে অস্ট্রেলিয়ার বেশ কিছু প্রজাতির প্রাণী। তাদের যুক্তি—কৈ মাছ বিশেষ পদ্ধতিতে জল-স্থল উভয় জায়গাতেই বেঁচে থাকতে পারে। খুব সহজেই চলাফেরা করতে পারে মাটির উপর দিয়ে। মাটির উপর দিয়ে চলার সময় বিভিন্ন প্রজাতির প্রাণীদের  ওপর হামলা করতে পারে কৈ মাছ। এছাড়া কোন প্রাণী ভুল করে কৈ মাছ খেতে গেলেও গলায় আটকে মারা যেতে পারে সেটি। কারণ কৈ মাছের শরীরের দুই পাশেই রয়েছে ধারালো পাখনা।-