Archive for August 25th, 2015

ওকিনাওয়া অতিক্রম করছে গোনি

মৌসুমের ১৫নং তাইফুন গোনি সোমবার সন্ধ্যায় ওকিনাওয়া দ্বীপপুঞ্জে আঘাত হানতে শুরু করে। মঙ্গলবার ভোরে তাইফুনটি ওকিনাওয়া ছাড়িয়ে কিউশু’র উপর চলে আসবে। বিকেলে তা আরো উত্তর-পশ্চিমে সরে গিয়ে জাপানের মূল ভূখন্ড হনশুর একেবারে দক্ষিণাঞ্চল ধরে জাপান সাগরে গিয়ে পড়বে। তাইফুন কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার। তাইফুনে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫২ কিলোমিটার। গোনি মঙ্গলবার সন্ধ্যার পর পুরোপুরি জাপান সাগরে অবস্থান করবে। দক্ষিণ-পশ্চিম জাপানে তাইফুনটির প্রভাবে প্রবল দমকা বাতাস এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিউশু, শিকোকু অঞ্চল সহ হনশু’র হিরোশিমা এবং ওকাইয়ামা অঞ্চল গুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ সকলকে ভূমিধস, আকস্মিক প্লাবন এবং বজ্রবিদ্যুৎ থেকে সকলকে সতর্ক করে দিয়েছে। এদিকে অপর তাইফুন আৎসুমি আরো শক্তি হারিয়ে এখন জাপানের সমান্তরাল হয়ে উত্তরমুখী চলেছে। মঙ্গলবার সন্ধ্যে নাগাদ তাইফুনটি আরো উত্তরে সরে যাবে।

বাংলাদেশ আওয়ামী লীগ, জাপান শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টোকিওর কিতা-কু ওজিহোকতোপিয়া হলে গত রোববার বিকেলে পালিত হলো জাতীয় শোক দিবস। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের সদস্য খালিদ মাহমুদ চৌধুরি ও কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান। জাতীয় শোক দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, জাপান শাখার সভাপতি ছালেহ মোঃ আরিফ। প্রধান অতিথি ছিলেন খালিদ মাহমুদ চৌধুরি, বিশেষ অতিথি ছিলেন খলিলুর রহমান ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। ১৫ অগাষ্ট বঙ্গবন্ধু হত্যাকান্ড ও ২১ অগাষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতির জনকের প্রতিকৃতিতে উপস্থিত সকলে পুষ্পার্ঘ অর্পণ করেন। তাদের সকলের রুহের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আলচনা পর্ব শুরু করা হয় আ.লীগ জাপান শাখার সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হীরার সূচনা বক্তব্য দিয়ে। তিনি সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে জাপান আ.লীগের নেতা-কর্মীরা ছাড়াও বেশ কিছু প্রবাসী ও মিডিয়ার প্রায় সকলেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে ১৯৭৫ সালের ১৫ অগাষ্ট স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অশ্রুভেজা, কলঙ্কময় ঘটনার কথা, পৈশাচিক নৃশংস হত্যাকান্ডের কথা সহ এই যুগ শ্রেষ্ঠ নেতার প্রতি অবিচল শ্রদ্ধার কথা জানিয়ে বক্তব্য দেন- রাসেল মাঝি, নাজমুল হোসেন রতন, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম মনির, সোহেল রানা, আব্দুল কুদ্দুস, মাসুদ আলম, রায়হান কবির ভুঁইয়া, মোতালেব শাহ আইয়ুব, স্বচিপ সদস্য আব্দুল্লাহ মাসুদ টুটুল, জাহিদ হোসেন, মাসুদুর রহমান মাসুদ, হারুনর রশিদ, মোল্লা আলমগীর, সনত বড়ুয়া প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জাপানি ভাষায় বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশের তৎপরতা ব্যক্ত করেন এবং প্রধান অতিথিকে তিনি সেই বইয়ের একটি কপি উপহার দেন। বিশেষ অতিথি খলিলুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের অতীত-বর্তমান এবং বর্তমান সরকারের চমৎকার শাসনামলের বর্ণনা তুলে ধরেন। ২১শে অগাষ্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীর বেঁচে যাওয়া এবং নেত্রীর পাশে তার উপস্থিতি ও মৃত্যুর মুখোমুখি দলীয় কর্মীরা কীভাবে মানব ঢাল বানিয়ে নেত্রীকে রক্ষা করেন তার বর্ণনা দেন। হল ভর্তি দর্শক সে বর্ণনায় শিহরিত হয়ে ওঠেন। প্রধান অতিথি খালিদ মাহমুদ চৌধুরি দীর্ঘক্ষণ ধরে তার বক্তৃতায় “সম্ভাবনাময় বাংলাদেশ” সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন এবং সব শেষে জাপান প্রবাসীদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন -অতীত থেকে আজ অব্দি আপনারা বাংলাদেশের প্রতি আপনাদের ঋণ যে ভাবে শোধ দিয়ে চলেছেন তা বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুন পরিচয়ে পরিচিত করেছে এবং করবে। আরিফ–হীরাকমিটিইজাপানআওয়ামীলীগেরমূলওস্বীকৃতঃখালিদমাহমুদচৌধুরি জাপান আওয়ামী লীগের দু’টি কমিটি এবং মাঝেমধ্যে তাদের কর্মতৎপরতা লক্ষ্য করা যায়। “মূলধারা” ও “ভিন্ন ধারা” এ রকম ভাবে কমিটি দু’টিকে বিশেষায়িত করা […]