মুমিন বান্দার প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এই যে, তিনি তাকে এমন কিছু ইবাদত দান করেছেন, যা দ্বারা বান্দা তার রূহানী তারাক্কী, কলবের সুকুন ও প্রশান্তি এবং দুনিয়া-আখিরাতের খায়র ও বরকত লাভ করে থাকে। এসবেরই একটি হল হজ্ব। আল্লাহ তাআলা বান্দাকে বাইতুল্লাহর হজ্ব করার নির্দেশ দিয়েছেন যেন এর মাধ্যমে তারা গুনাহ থেকে পাকসাফ হয় এবং জান্নাতে উচ্চ মর্তবা ও মাকাম লাভ করে। আবদুল্লাহ ইবনে উমর রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর পথের মুজাহিদ এবং হজ্ব ও উমরাকারী হল আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর ডাকে সাড়া দেন আর আল্লাহও তাদের প্রার্থনা কবুল করেন।-সুনানে ইবনে মাজাহ, হাদীস : ২৮৯৩ অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ্ব ও উমরাকারীরা হল আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর ডাকে সাড়া দেন আর আল্লাহও তাদের প্রার্থনা কবুল করেন।-মুসনাদে বাযযার/তারগীব হাদীস : ১৬৬১ নিম্নে হজ্ব ও উমরার কিছু ফযীলত উল্লেখ করা হল। যেন এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ লাভে অনুপ্রাণিত ও উৎসাহী হতে পারি। হজ্বের ফযীলত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি হজ্ব করে এবং অশ্লীলতা ও কটুক্তি থেকে বিরত থাকে সে এমনভাবে প্রত্যাবর্তন করে যেমনটি তার মা তাকে প্রসব করেছিল। (সহীহ বুখারী,হাদীস : ১৫২১) অন্য এক বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন। জিজ্ঞাসা করা হল, এর পর কী? বললেন,আল্লাহর পথে জিহাদ করা। বলা হল, এরপর? তিনি বললেন, মাবরূর হজ্ব।-সহীহ বুখারী, হাদীস : ১৫১৯ জাবির রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাবরূর হজ্বের প্রতিদান কেবল জান্নাত। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মাবরূর হজ্ব কী? ইরশাদ করলেন, খাবার খাওয়ানো ও সালামের প্রসার ঘটানো।-মুসনাদে আহমদ ৩/৩২৫ আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তিন ব্যক্তির দায়িত্বভার গ্রহণ করেন : ১. যে ব্যক্তি আল্লাহর কোনো মসজিদের উদ্দেশে বের হয় ২. যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করতে বের হয় ৩. যে ব্যক্তি হজ্বের উদ্দেশে বের হয়।-হিলয়াতুল আওলিয়া ৯/২৬২ কষ্টসাধ্য অবস্থায় হজ্ব করার ফযীলত উম্মে সালামা রা. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ্ব হল প্রত্যেক দুর্বলের জিহাদ।-সুনানে ইবনে মাজাহ,হাদীস : ২৯০২ মহিলাদের হজ্ব করার ফযীলত উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা. থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি। তাহলে আমরা (নারীরা) কি জিহাদ করব না? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তোমাদের জন্য উত্তম জিহাদ হল মাবরূর হজ্ব।-সহীহ বুখারী,হাদীস : ১৫০২ উমরার ফযীলত হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক উমরা অন্য উমরা পর্যন্ত মধ্যবর্তী সকল কিছুর কাফফারা। আর মাবরূর হজ্বের একমাত্র প্রতিদান হল জান্নাত।-সহীহ বুখারী,হাদীস : ১৭২৩; সহীহ মুসলিম, হাদীস : ১৩৪৯ হজ্বে খরচ করার ফযীলত ইবনে আওন ইবরাহীম ও আসওয়াদের সূত্রে বর্ণনা করেন যে, তাঁরা বলেছেন, হযরত […]
Archive for September 6th, 2015
কুরআন মজীদ ও সহীহ হাদীসের আলোকে হজ্ব ও উমরার গুরুত্ব ও ফযীলত : মাওলানা মুহাম্মদ আনসারুল্লাহ হাসান
ম্যাকডোলান্ডের খাবার নিয়ে আবার বিপত্তি
ম্যাকডোনাল্ড জাপান জানিয়েছে তারা পানীয়র মধ্যে প্লাস্টিকের ভাঙা টুকরোর আঘাতে জনৈক ক্রেতা আহত হওয়ার ঘটনা তদন্ত করছে। ধারাবাহিক ভাবে ম্যাকডোনাল্ড’র খাবারে বেশ কিছু অঘটনের সাথে এটি ছিলো সর্বশেষ যোগ হওয়া আরেকটি ঘটনা। কোম্পানি বলেছে তারা ওসাকা’র ওই শাখাটি এ সপ্তাহের জন্যে বন্ধ রাখছে এবং অন্য ৯৫টি রেস্টুরেন্ট যারা অনুরূপ গ্রীন টি ল্যাটে ফ্র্যাপে বিক্রি করে থাকেন তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। এই পানীয় পান করেই অভিযোগকারী মহিলা মুখে আঘাত পান। পানীয়টির ভেতরে পরে কয়েক ডজন প্লাস্টিকের টুকরো পাওয়া যায়। কোম্পানির এক মুখপাত্র বলেছেন পানীয়টি তৈরি করতে যে প্লাস্টিক ব্যবহার করা সেটিই এই ঘটনার উৎস হয়ে থাকতে পারে। “এই মুহূর্তে কোনো অনুমান করতে চাইছি না কিন্তু আমাদের ধারণা প্লাস্টিকের সরঞ্জাম কোনো ভাবে ফ্র্যাপে বানানোর ব্লেন্ডারের ভেতর পড়ে গিয়ে এই ঘটনা ঘ্টায়”। ম্যাকডোনাল্ড জাপান একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে, এগুলোর ভেতর খাবারে মানুষের দাঁত পাওয়ার ঘ্টনাও রয়েছে। গত গ্রীষ্মে জনৈক চীনা সরবরাহকারীকে মেয়াদোত্তীর্ণ মাংস তাজা খাবারের সাথে মেলানোর ঘটনা ধরা পড়ে। ফলে বিক্রিতে ধস নামে এবং ম্যাকডোনাল্ড দ্রুত থাই পাইকারি বিক্রেতার দ্বারস্থ হয়। গত এপ্রিলে কোম্পানি জাপানের ৩ হাজার শাখার মধ্যে ২ হাজার শাখায় সংস্কারের কথা ঘোষণা করে এবং ১৩০টি শাখা বন্ধ করে দেয়, সাথে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের ঘটনাও ঘটে। এসব ঘটনায় তাদের বিক্রির উপর প্রভাব পড়ে। ফেব্রুয়ারিতে ২ হাজার ১৮০ কোটি ইয়েন বা ১৮ কোটি ২০ লক্ষ ডলার লোকসান হয়। গত ১১ বছরের মধ্যে এটি ছিলো তাদের প্রথম লোকসানের ঘ্টনা।





Posted in
















