জাপানের শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছে হাই স্কুল শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির নতুন পরিকল্পনার অংশ হিসেবে ২০১৯ সাল থেকে জাপানের জুনিয়ার হাই স্কুল গুলোতে বাধ্যতামূলক ভাবে ইংরেজির দক্ষতা পরীক্ষা চালু করা হবে।
বর্তমানে কৌশলে শিক্ষার্থীদের ইংরেজির দক্ষতা বাড়ছে খুবই ধীর গতিতে, মন্ত্রণালয় মনে করছে এখন নতুন করে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। মন্ত্রণালয় এ জন্যে নতুন পরীক্ষা গ্রহণকে অপরিহার্য বলে ধারণা করছে।
এ ছাড়াও মন্ত্রণালয় প্রিফেকচারাল শিক্ষা বোর্ড গুলোকে বিভিন্ন ধরনের লক্ষ্য সামনে রেখে তাদের নিজস্ব কর্মসূচী নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। পরীক্ষার ফলাফলের তথ্য প্রিফেকচার এবং স্থানীয় প্রতিযোগীতায় প্রকাশ করা হবে।
শেষ বর্ষের শিক্ষার্থীদের দক্ষতা যাচাই পরীক্ষায় পড়া, লেখা, শোনা এবং কথা বলা মূল্যায়ন করার উপযোগী করা হবে। সেই সাথে শিক্ষকদেরকেও ইংরেজি ভালো মতো শিক্ষা দেয়ার উপযোগী করে তুলতে সহায়তা করা হবে।





















