টোকিওতে রোহিঙ্গাদের বিক্ষোভ

মায়ানমারের জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের একদল বিক্ষোভকারী শনিবার টোকিওতে বিক্ষোভ প্রদর্শন করেছেন। শনিবার ছিলো জাতিসংঘ ঘোষিত বিশ্ব শরণার্থী দিবস।

প্রায় ৪০ জন রোহিঙ্গা বিক্ষোভকারী এতে অংশ নেন। এদের মধ্যে অনেকেই দেশ থেকে পালিয়ে জাপানে বাস করছেন। তারা দক্ষিণ-এশিয়াতে সাগরে ভাসমান রোহিঙ্গা অভিবাসীদের সহায়তা করার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানান।

অ‌্যাসোসিয়েশন অফ রোহিঙ্গা রেসিডেন্টস অফ জাপান’র প্রধান আন টিন বলেন, মায়ানমার থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের সংখ্যা ক্রমেই বাড়ছে। তিনি বিশ্ববাসীর কাছে এর জন্যে সহায়তা কামনা করেন।

মায়ানমারের রোহিঙ্গা মুসলিমরা সম্প্রতি বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে। মানব পাচারের শিকার হয়ে এসব রোহিঙ্গারা সাগর পথে দক্ষিণ-পূর্ব এশিয়া অতিক্রমের চেষ্টা করছে। থাইল্যান্ড ও মালয়শিয়াতে প্রচুর রোহিঙ্গার মৃতদেহও উদ্ধার করা হয়েছে।

গত মাসে থাইল্যান্ডে সাগরে আটকে পড়া অভিবাসীদের সহায়তা করার বিষয়ে মতৈক্যে পৌঁছানো হয়।

মায়ানমার সরকার রোহিঙ্গাদেরকে নিজেদের নাগরিক হিসেবে মানতে নারাজ। তারা দাবি করে এরা বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী।