জাপানের ম্যাগলেভ ট্রেন ঘন্টায় ৬০৩ কিলোমিটার বেগে ছুটে গিনেজ বুকে বিশ্বের দ্রুততম ট্রেনের খাতায় নাম উঠিয়েছে।
ম্যাগলেভ ট্রেন পরিচালনাকারী সংস্থা মধ্য জাপান রেলওয়ে কোম্পানি জানিয়েছে গিনেজ বুক রেকর্ড গত বৃহস্পতিবার ম্যাগলেভ ট্রেনের গতিকে তাদের এই স্বীকৃতি প্রদান করে।
টোকিওর পশ্চিমে ইয়ামানাশি প্রিফেকচারে গত এপ্রিলে পরীক্ষামূলক যাত্রাকালে ম্যাগলেভ ট্রেন এই রেকর্ড
সৃষ্টি করে।
আগে ২০০৩ সালে তারা ঘন্টায় ৫৮১ কিলোমিটার বেগে ম্যাগলেভ ট্রেন চালিয়ে আগের বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছিলেন।
কোম্পানি জানিয়েছে তারা গিনেজ বুকের স্বীকৃতিতে খুবই আনন্দিত। তারা প্রযুক্তিকে আরো উন্নত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান।
পরিকল্পনা অনুসারে ২০২৭ সাল থেকে টোকিও হতে নাগোয়া পর্যন্ত ম্যাগলেভ ট্রেন সার্ভিস শুরু হবে।





















