জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দলের এক নির্বাহী বৈঠকে তার দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে তা পরিস্কার করার আহ্বান জানিয়েছেন।
দলের জুনিয়ার আইনপ্রণেতারা গত সপ্তাহে মিডিয়ার উপর আক্রমনাত্বক বক্তব্য রাখার সূত্র ধরে সোমবার আবে এলডিপি মহাসচিব সাদাকাজু তানিকাগি’কে এ নির্দেশ দেন।
জুনিয়ার আইনপ্রণেতাদের আয়োজিত এক সমীক্ষা বৈঠকে সরকারের সমালোচনাকারী মিডিয়া গুলোর নিন্দা জানানো হয়, তাদের মতে মিডিয়া গুলো পক্ষপাত দুষ্ট।
একজন আইনপ্রণেতা বলেন বিজ্ঞাপন আয় বন্ধ করে দিয়ে এ সব পত্রিকা গুলোকে উপযুক্ত শিক্ষা দেয়া উচিত।
তানিগাকি আবে’কে জানান দল সমীক্ষা বৈঠকের আয়োজক সদস্যকে পদচ্যুত করেছে।
আবে বলেন, এলডিপি’র অনেক সাবেক কর্মীকে ওকিনাওয়ার জনগনের উন্নয়নের স্বার্থে কাজ করে গেছেন।
তিনি বলেন জুনিয়ার আইনপ্রণেতাদের মন্তব্য সত্যিই খুব দুঃখজনক যা ওকিনাওয়াবাসীদের অনুভূতির বিপক্ষে যায়।
আবে বলেন মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের মূল ভিত্তি এবং এলডিপি যে মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে তা অবশ্যই পরিস্কার ভাবে করে দেখাতে হবে।





















