‘জাপান’

জাপানি মহিলারা বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী

দীর্ঘতম গড় আয়ুর ক্ষেত্রে জাপানের নারীরা তৃতীয় বছরের মতো বিশ্বের শীর্ষস্থানে অবস্থান করছেন। আয়ুর ক্ষেত্রে জাপানের পুরুষরা বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছেন। জাপানে স্বাস্থ্য, শ্রম এবং ওয়েলফেয়ার মন্ত্রণালয় বৃহস্পতিবার জানান জাপানি নারীদের গড় আয়ু দাঁড়িয়েছে ৮৬.৮৩ বছর। জাপানি পুরুষদের গড় আয়ু ৮০.৫ বছর। পুরুষ ও নারীর উভয় ক্ষেত্রেই আগের বছরের চেয়ে গড় আয়ু বেড়ে গেছে যথাক্রমে ০.২২ এবং ০.২৯ শতাংশ হারে। লিঙ্গ ব্যবধানের গড় আগের বছরের চেয়ে কমেছে ০.০৭ শতাংশ। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন জাপানিরা বেশি দিন বাঁচার পেছনে কারণ গুলো হলো ক্যান্সার, হৃদরোগ এবং নিউমোনিয়ার চিকিৎসায় ব্যাপক উন্নতি। এসব রোগে আক্রান্ত হয়েই বেশির ভাগ মানুষ মৃত্যুবরণ করে থাকেন।

ইন্দ্রমোহন রাজবংশীকে জাপান প্রবাসীদের সম্বর্ধনা

মহান একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা, প্রখ্যাত লোকসংগীত শিল্পী বাংলাদেশ লোক সংগীত পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন জাপান প্রবাসী বাংলাদেশীরা। গত ২৬ জুলাই ২০১৫ রোববার, টোকিওর আকাবানে বিভিন্ন হলে দলমত নির্বিশেষে সকল প্রবাসীরা সমবেত হয়ে এই শিল্পীকে সম্বর্ধনা দিলেন। কাজী ইনসানুল হকের সভাপতিত্বে এই নাগরিক সম্বর্ধনায় শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বক্তব্য রাখেন উত্তরণ’র পক্ষে জাহিদ চৌধুরি, স্বরলিপি’র পক্ষে নাসিরুল হাকিম, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরামের পক্ষে বাকের মাহমুদ, সার্বজনীন পূজা কমিটির পক্ষে সুনীল দে মুঞ্জিগঞ্জ বিক্রমপুর সোসাইটির পক্ষে মোল্লা ওয়াহিদ, বাংলাদেশ আওয়ামী লীগ, জাপান শাখার পক্ষে ছালেহ মোঃ আরিফ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাপান শাখার পক্ষে কাজী এনামুল হক, বাংলাদেশ দূতাবাসের পক্ষে ১ম সচিব বেবী রাণী কর্মকার, সার্বজনীন পূজা কমিটির পক্ষে তনুশ্রী গোলদার। এ ছাড়াও, মুক্তিযোদ্ধা অজিত বড়ুয়া, কাজী মাহফুজুল হক লাল প্রমুখ এই বীর কন্ঠযোদ্ধার প্রতি তাদের কৃতজ্ঞতা জানান। মুকুল মুস্তাফিজ ও বাকের মাহমুদ তাকে উৎসর্গিত কবিতা পড়ে শোনান। অনুষ্ঠানের শুরুতেই ইন্দ্রমোহন রাজবংশীর হাতে ফুলের তোড়া তুলে দেন নারমিন হক এবং দ্বীপ্তি রাজবংশীর হাতে ফুলের তোড়া দেন মনি হাকিম। মুন্সী খ আজাদ তার শুভেচ্ছা বক্তব্য সহ ইন্দ্রমোহন রাজবংশীর পরিচিতি বাংলা ও জাপানি ভাষায় পড়ে শোনান। জাপান প্রবাসীদের পক্ষ থেকে শিল্পীকে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি কাজী ইনসানুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হীরা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা। বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরামের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন জুয়েল আহসান কামরুল। সম্বর্ধনা অংশ উপস্থাপনা করেন সুখেন ব্রম্ম। সম্বর্ধনা শেষে আবেগ ঘন বক্তব্যে ইন্দ্রমোহন রাজবংশী জাপান প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন- আপনারা সম্মিলিত ভাবে আমাকে যে সম্মান জানালেন -তা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া- আমি আজীবন তা পরম মমতায় ধারণ করবো। দোয়া করবেন আমি যে মরমী গান সংগ্রহের কাজ শুরু করেছি তা যেন শেষ করে যেতে পারি। উত্তরণ কালচারাল গ্রুপ জাপান’র সহযোগিতায় শিল্পী দম্পতি গান, গানের সাথে সাথে নানান কথাবার্তা, স্বাধীনতা যুদ্ধের সময়ের নানান ঘটনা বর্ণনা করেন। দর্শকরা প্রাণ ভরে অনুষ্ঠানটি উপভোগ করেন। বাংলাদেশের পরম বন্ধু বেশ ক’জন জাপানি দর্শকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কম্পিউটার গ্রাফিক্সে ছিলেন কমল বড়ুয়া। এ ছাড়াও অন্যান্যরা সহযোগিতা করেন।

বিধ্বস্ত বিমানের রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানকে খুঁজছে পুলিশ

গত রোববার বিধ্বস্ত হওয়া বিমানের রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানকে খুঁজছে পুলিশ। বিমানটি পশ্চিম টোকিওর একটি বাড়ির উপর বিধ্বস্ত হলে ৩ জন নিহত হন। আবাসিক এলাকাটিতে দুর্ঘটনায় বিমানের পাইলট ও এক আরোহী নিহত হন এবং বাড়ির ৩৪ বছর বয়স্ক এক নারী নিহত হন, এ ছাড়াও ৫ জন আহত হন। প্রায় এক ডজন তদন্তকারী মঙ্গলবার চোফু বিমানবন্দরে প্রবেশ করেন। এখানেই বিমানটির রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান সহ অপর দু’টি প্রতিষ্ঠান রয়েছে, পুলিশের সন্দেহ তারা কোনো ভাবে দুর্ঘ্টনার সাথে সংশ্লিষ্ট রয়েছে। কোথাও কোনো অনিয়্ম হয়েছে কিনা তা তদন্ত করতে তারা বিমানের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ রেকর্ড জব্দ করেন। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল থেকে বিমানের ইঞ্জিন এবং ডানার ভগ্নাংশ উদ্ধার করা হয়েছে। পাইপার পিএ ৪৬ বিমানটি উড্ডয়নের এক মিনিটেরও কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়। বিমানে পাইলট সহ ৫ জন আরোহী ছিলেন। বিমানটি অত্যন্ত নীচু দিয়ে অপর্যাপ্ত গতিতে উড়ছিলো। তদন্তকারীরা বলেছেন ৩৬ বছর বয়স্ক পাইলট তাইশি কাওয়ামুরা রেডিওতে বিমানের কোনো ধরনের সমস্যার কথা জানাননি।

পশ্চিম টোকিওতে বিমান দুর্ঘটনায় ৩ জন নিহত

পশ্চিম টোকিওতে একটি ছোট বিমান দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ জন। রোববার সকাল ১১টার দিকে বিমানটি চোফুর একটি আবাসিক এলাকাতে বিধ্বস্ত হয়, আহত বিমানের ৫ আরোহীর ভেতর পাইলটও রয়েছেন। টোকিও দমকল বিভাগের কর্মকর্তারা বলেছেন ভূমিতে ৩টি বাড়ি ও ২টি গাড়িও ধ্বংসপ্রাপ্ত হয়। এ ছাড়াও অন্য দু’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টোকিও পুলিশ বলেছে বিমানের ২ জন নিহত হন। বিধ্বস্ত একটি বাড়ির ভেতর থাকা এক মহিলা নিহত হয়েছেন এবং অপর দু’জন আহত হন। তাদের আঘাত কতোটা গুরুতর সে সম্পর্কে কিছু জানা যায়নি।

বিশ্বের সবচেয়ে বড় ফুল ফুটলো জাপানে

পৃথিবীর সবচেয়ে পুরানো ও বড় প্রজাতির ফুল ফুটেছে জাপানের টোকিওর একটি পার্কে। টোকিওর জিন্দাই বোটানিকাল গার্ডেনে প্রস্ফূটিত টাইটান আরুম নামে এই বিশালাকার ফুলটি দেখতে ভিড় জমছে লোকদের। বিবিসি’র খবরে প্রকাশ করা হয়েছে, পাঁচ বছরে প্রথমবারের মতো ফুটেছে এই ফুল। প্রায় দুই মিটার বা সাড়ে ছয় ফুট উচ্চতার এই ফুলের বৈজ্ঞানিক নাম টাইটান আরুম। কদাচিত এটি ফোটে। ফোটার পর ফুলটি দেখার জন্য আগ্রহী শত শত দর্শনার্থীর কথা ভেবে জিন্দাই বোটানিকাল কর্তৃপক্ষ প্রদর্শনীর সময় বাড়িয়েছে। জাপানের কিয়োডো সংবাদ সংস্থার খবরে বলা হয়, এই ফুল প্রস্ফূটিত অবস্থায় এক-দুই দিনের বেশি থাকেনা। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ হল এই ফুলের প্রজাতির আদি নিবাস। সুমাত্রায় সমুদ্রপৃষ্ঠের ৪০০ থেকে ১২০০ ফুট উচ্চতায় পাহাড়ের ধাপে জন্মায় এই ফুলের গাছ। এটি এখন বিলুপ্তির পথে।

অলিম্পিক প্রস্তুতির কাজের গতি বাড়ানোর নির্দেশ দিলেন আবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার মন্ত্রীসভার সদস্যদের প্রতি ২০২০ টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস’র প্রস্তুতির জন্যে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি টাস্ক ফোর্স বৈঠকে মিলিত হয়। প্রধানমন্ত্রী বৈঠকে বলেন টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান এখন থেকে ঠিক ৫ বছর পর অর্থাৎ ২০২০ সালের ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। আবে আশা প্রকাশ করে বলেন অলিম্পিক গেমটি বিশ্বের সকল মানুষের স্বপ্ন ও প্রত্যাশার ভাগ করে নেয়ার একটি অনুষ্ঠানে পরিণত হবে। তিনি বলেন, জাপান ২০১১র বিপর্যয় যে পুরোপুরি ভাবে কাটিয়ে উঠতে পেরেছে সেটিও বিশ্বের দরবারে তুলে ধরার সুযোগ এটি। তিনি যথাসময়ে যাতে নতুন জাতীয় স্টেডিয়াম নির্মাণের কাজ সম্পন্ন হয় তা নিশ্চিত করতে মন্ত্রীদেরকে নির্দেশ দেন। টাস্ক ফোর্স সন্ত্রাসী তৎপরতা এবং সাইবার হামলা ঠেকানো সহ সার্বিক একটি পরিকল্পনা প্রস্তুত করবে।

জাপান বিএনপির আয়োজনে ইফতার মাহফিল

গত রোববার ১২ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাপান শাখা আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় টোকিওর আরাকাওয়া কু’র ওগু ফুরিআইকান এ। বিপুল সংখ্যক প্রবাসী এই মাহফিলে সমবেত হন এবং ইফতারে অংশ নেন। ইফতারির পূর্বে ইসলামি বয়ান, দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার শেষে তারাবির নামাজের জন্যে কিছুটা তড়িঘড়ি করে সবাইকে রাতের খাবারে আপ্যায়িত করা হয়। আয়োজনক একটি রাজনৈতিক দল হলেও অনুষ্ঠানে দলমত নির্বিশেষে অনেকেই উপস্থিত ছিলেন। মিডিয়ার প্রায় সকলকেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে। বিষয়টি অনেকের দৃষ্টি কেড়েছে। একজন ভিন্ন দলের প্রবাসী বললেন, “আমরা এখানে সবাই প্রবাসী -সেটাই আমাদের প্রধানতম পরিচয়। রক্তের সাথে সম্পর্কহীন প্রবাসীরা ২০,২৫ এমনকি ৩০ বছর ধরে বসবাস করছে। ধর্ম, রাজনৈতিক বিদ্বেষ ভিন্ন হলেও সম্পর্কটা আত্মিক। ইফতার একটি ধর্মীয় আয়োজন। -এখানে রাজনীতি বিবেচ্য নয়।  ক’দিন আগেও বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখা আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি ঘরনার এক-দু’জনের উপস্থিতি ছিলো। জাপান প্রবাসী হিসেবে এটি একটি ব্যতিক্রম। দলীয় রাজনীতি ও ব্যক্তিগত সম্পর্কের এই যে উদারতা জাপান প্রবাসীরা তার উজ্জ্ব্ল দৃষ্টান্ত।  একই দিনে চীবা প্রিফেকচারের অনুষ্ঠানের কথা উঠলেই বলা হয় সময় স্বল্পতার জন্যে বোধ হয় এমনটি হয়েছে। তবে দু’একজনের কাছে ভিন্ন মতামত শোনা গেছে। উল্লেখ্য প্রতি শনিবার ও রোববার টোকিও ও তার আশেপাশের প্রতিতটি মসজিদেই ধর্মীয় ঐতিহ্য মতো ইফতার ও তারাবির আয়োজন চলছে। জাপান আওয়ামী লীগ ও বিএনপি জাপানের আরেকটি অংশের দাবিদারও ইফতার মাহফিলের আয়োজন করেছিলো। বিএনপি জাপান শাখার সদস্য ও কর্মীরা প্রচুর পরিশ্রম করে এই আয়োজনটি করেছে। দলের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা দলমত নির্বিশেষে ইফতারে শরীক হওয়ার জন্যে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

জাপান জুড়ে অব্যাহত প্রচন্ড গরমঃ সকলকে সতর্ক থাকার আহ্বানঃ বিভিন্ন স্থানে মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত

জাপানে টানা দ্বিতীয় দিনের মতো প্রচন্ড গরম অব্যাহত রয়েছে। অনেক স্থানে মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। উল্লেখযোগ্য সংখ্যক স্থানে রোববার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যায়। পশ্চিম হোক্কাইদো থেকে শুরু করে জাপান সাগর পর্যন্ত গরমের দাবদাহ চলছে। জাপানের আবহাওয়া বিভাগ সকলকে হিটস্ট্রোক থেকে সতর্ক থাকার উপদেশ দিয়েছে। তাইফুন ৯ এর প্রভাবে ব্যাপক ভাবে উচ্চচাপের বায়পূর্ণ অঞ্চল হতে ঘূর্ণায়মান বাতাসের প্রবাহ উত্তর এবং পূর্ব জাপানে বিস্তৃত হয়েছে। এর ফলে তোকাচি অঞ্চল এবং পূর্ব হোক্কাইদো ও জাপান সাগর সংলংগ্ন হনশু দ্বীপে তাপমাত্রা ব্যপক বৃদ্ধি পেয়েছে। রোববার দুপুর ২টা ৩০ মিনিটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো হোক্কাইদোর আশোরো এবং ওবিহিরো অঞ্চলে ৩৬.৩ ডিগ্রি সেন্টিগ্রেড। গুনমা প্রিফেকচারের তাতেবাইয়াশি’তে তাপমাত্রা ছিলো ৩৬, ফুকুই শহরে ৩৫.৫, হিয়োগো প্রিফেকচারের তোইয়োওকা’তে ৩৫.১, ফুকুশিমা ৩৪ নাগোয়া শহরে ৩৩ ডিগ্রি ছিলো। রাজধানী টোকিও’র কেন্দ্রস্থলে তাপমাত্রা ছিলো ৩২ ডিগ্রি। জাপানের আবহাওয়া বিভাগ সকলকে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্যে বিশেষ ভাবে সতর্ক করে দিয়েছে, সব সময় ঠান্ডা স্থানে অবস্থান করা, প্রচুর পানি বা তারল গ্রহণ করে নিজেকে আর্দ্র রাখার উপদেশ দিয়েছে। এদিকে তাইফুন ৯ এর প্রভাবে ওকিনাওয়ার দক্ষিণ থেকে প্রবাহিত আর্দ্র উষ্ণ বাতাস চুগোকু-শিকোকু অঞ্চলে এসে অস্থিতিশীল বায়ুমন্ডলীয় পরিস্থিতির সৃষ্টি করেছে। ফলে সে সব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সোমবারও এ সকল স্থানে অনুরূপ অস্থিতিশীল বজায় থাকতে বলে ধারণা করা হচ্ছে। এ সকল স্থানে প্রবল বর্ষণ থেকে ভূমিধস, বন্যা ও নদী প্লাবন দেখা দিতে পারে।

ইওয়াতে প্রিফেকচারে ৫.৭ মাত্রার ভূমিকম্প

শুক্রবার ভোরে ইওয়াতে প্রিফেকচারে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প থেকে সুনামির কোনো ঝুঁকি নেই বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। দমকল বাহিনী জানিয়েছে প্রিফেকচারের রাজধানী মোরিওকা’তে ৭০ বছরের এক নারী ভূমিকম্পে পড়ে গিয়ে আহত হয়েছেন এবং ৬০ বছরের অপর এক মহিলা কাঁধে আঘাত পেয়েছেন। তাদের কারো আঘাতই তেমন গুরুতর নয়। ভোর ৩টা ৩২ মিনিটে উপকূলের নিকট মাটির ৮৮ কিলোমিটার গভীর থেকে ভূমিকম্প আঘাত হানে। ০ থেকে ৭ মাত্রার জাপানি স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ এর কিছু কম।

ছাড়া পেলেন টয়োটার সাবেক নির্বাহী জুলি হ্যাম্প

টোকিওর প্রসিকিউটররা টয়োটা মোটর’র সাবেক নির্বাহী জুলি হ্যাম্প’র বিরুদ্ধে আনা অভিযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সন্দেহ করা হচ্ছিলো তিনি অবৈধ ভাবে নিষিদ্ধ ড্রাগ আমদানি করেছেন। গ্রেপ্তার করার প্রায় ৩ সপ্তাহ পর বুধবার তাকে মুক্তি দেয়া হয়। জুনের ১৮ তারিখ আন্তর্জাতিক ডাকের মাধ্যমে ৫৭টি বড়ি চোরাচালান করার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা বলছেন বড়ি গুলোতে অক্সিকোডোন নামের এক ধরনের মাদক ছিলো। টোকিওর প্রসিকিউটররা হ্যাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে তিনি সেগুলো আনেননি কারণ তিনি হাঁটুর ব্যাথার জন্যে বড়ি গুলো কিনেছিলেন। এক সপ্তাহ আগে টয়োটা হ্যাম্পের পদত্যাগের কথা জানায়। ৫৫ বছর বয়সী আমেরিকান ছিলেন টয়োটার প্রথম মহিলা ব্যবস্থাপনা কর্মকর্তা।